পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী

ছবি
কক্সবাজার জেলার পাহাড়-পর্বতে ঘেরা বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী ।    কক্সবাজার সদর থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি নৈসর্গিক দ্বীপাঞ্চল, এখানে রয়েছে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা । মহেশখালী ও কুতুবদিয়া হলো কক্সবাজার-২ সংসদীয় এলাকা ।  মহেশখালী  দ্বীপ শুটকি, লবণ ও মিষ্টিপানের জন্য বিখ্যাত ।  এখানে  রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের  তীর্থস্থান আদিনাথ মন্দির, তাছাড়া গোরকঘাটা জেটি ও মহেশখালী জেটি পর্যটকদের বিমোহিত করে ।