স্থান পেলেন না সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মধ্যপ্রাচ্যের একমাত্র অনারব দেশ ও পশ্চিমা বিশ্বের জম, ইসলামী প্রজাতন্ত্র ইরানে আগামী ১৮ জুন ২০২১ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজ ২৫ মে ২০২১ মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে সাত প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা হলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)র সাবেক প্রধান মোহসেন রেজাঈ, বর্তমান প্রধান বিচারপতি সাইয়েদ ইবরাহিম রঈসী ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেমমাতী, পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসাইন কাজিজাদেহ হাশেমী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মেহের আলীজাদেহ, সাবেক কূটনীতিক সাইদ জালিলী ও সাবেক পার্লামেন্ট সদস্য আলী রেজা জাকানী।
তবে এবারও চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পেলেন না সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
এছাড়াও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক প্রধান সাইদ মাহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানির আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে
জানা যায়, মোট ৫৯২ জন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আবেদন করে। তন্মধ্যে মাত্র ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছেন। নথিপত্র যাচাই বাছাই শেষে মাত্র সাত প্রার্থীকে নির্বাচন করার জন্য অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনায় ইরানের রক্ষণশীল মহলে জনপ্রিয় আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত দুই দফায় ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের সংবিধান অনুযায়ী চার বছরের পরপর দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডন্ট হতে পারে না
২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা করেন। কিন্তু মধ্যপন্থী সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি পাশ্চাত্যের সাথে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যে চরমপন্থী রাজনীতির উত্থানের মাধ্যমে পরিস্থিতির অবনতির আশঙ্কায় আহমাদিনেজাদকে নির্বাচন থেকে বিরত রাখেন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন