সুবর্ণ আইজ্যাক বারী


 



নাম তার সূবর্ণ আইজ্যাক বারী| তিনি গণিত, পদার্থ বিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা 'দ্যা লাভ' গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিতি পেয়েছেন। এই কীর্তি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সূবর্ণ আইজ্যাক বারী|গত ১৭ অক্টোবর ২০২০ গভর্নরের পক্ষ থেকে ৯ বছর বয়সী বিজ্ঞানী সূবর্ণ আইজ্যাক বারীকে স্বীকৃতিপত্রটি প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এ্যান্ড্রো কুমো| হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে ২০১৮ সালে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে| নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তাকে দিল্লীতে 'গ্লোবাল চাইল্ড প্রডিজি এওয়ার্ড' দেন বিজ্ঞানী হিসেবে| পদার্থ বিজ্ঞানী সূবর্ণকে ভিজিটিং অধ্যাপক পদে  নিয়োগ দিয়েছে মোম্বাই বিশ্ববিদ্যালয়| ২০১২ সালের ৯ই এপ্রিল নিউইয়র্কে জন্মগ্রহণ করেন সূবর্ণ| তার বাবার নাম রাশেদুল বারী| পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হওয়ায় খুব অল্প সময়েই বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে| বিশ্বের সবচেেয় কম বয়সী প্রফেসর সূবর্ণ আইজ্যাক বারী নিউইয়র্ক স্টেইট গভর্নরের কাছ থেকে রাজ্যর সর্বোচ্চ সম্মান অর্জন করেছিলেন মাত্র সাড়ে আট বছর বয়সে| তিনি এমন স্বীকৃতিপ্রাপ্ত প্রথম বাংলাদেশী বংশৌদ্ভূত কোনো বালক|























































মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান