ঐতিহাসিক তাকসিম স্কয়ারে নতুন মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লিখেছেন
Time News
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিেয়েছ তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২৮ মে ২০২১ শুক্রবার মসজিদটি উদ্বোধন করে মুসল্লিদের সঙ্গে জুমাআর নামাজ আদায় করেন এরদোয়ান। এই মসজিদ উদ্বোধনের মধ্যদিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন দেশটির প্রেসিডেন্ট।
তাকসিম স্কয়ার দেশটির একটি ঐতিহাসিক স্থান। সেখানে আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কামাল আতার্তুকের নামে সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ষাটের দশকের সেই স্থাপনা ভেঙে সেখানে নতুন করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করলে ২০১৩ সালে অনেকে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। তবে ২০১৯ সালে সেটি ভেঙে ফেলা হয়। আর সেখানেই নির্মিত হলো মসজিদ।
তবে এখানে মসজিদ নির্মাণের সমালোচনাও করেছেন অনেকে। মসজিদ নির্মাণের মধ্যদিয়ে এরদোয়ান তার ক্ষমতা প্রদর্শন করেছেন বলে সমালোচনা করেছেন অনেকে।
অবশ্য এখানে মসজিদ নির্মাণের ইচ্ছের কথা এরদোয়ান অনেক আগেই বলেছিলেন। ১৯৯০ সালে ইস্তাম্বুলের মেয়র থাকাকালে তিনি সেখানে মসজিদ নির্মাণের চেষ্টা করেন। তবে আইনি জটিলতা, নাগরিকদের বিক্ষোভ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।
এরপর ২০০২ সালে এরদোয়ানের দল ক্ষমতায় এলে এই অঞ্চলে ধর্মীয় আধিপত্য বিস্তার শুরু হয়। এরদোয়ানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালে এই মসজিদের নির্মাণ শুরু হয়। ২৮ মিটার প্রস্থের গম্বুজ ও দুটি মিনার বিশিষ্ট মসজিদটিতে প্রায় আড়াই হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।
অবশেষে গতকাল এই মসজিদের উদ্বোধন করলেন এরদেয়ান। সেখানে নামাজ আদায় করলেন মুসল্লিদের সঙ্গে। করোনার র ঊর্ধ্বমুখি অবস্থার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সেখানে নামাজের আয়োজন করা হয়।
মসজিদটি উদ্বোধন করে এরদোয়ান বলেন, ‘এখানে মসজিদ নির্মাণে বিঘ্ন ঘটতো না যদি সেসময় সন্ত্রাসীরা আমাদের বিপক্ষে অবস্থান না নিতো। আমার বিশ্বাস এই মসজিদ শতাব্দী ধরে আমাদের শহরকে আলোকিত করবে।’
শুক্রবার সেখানে জুমাআর নামাজ আদায় করতে আসা মুসল্লিরাও মসজিদ নির্মাণ করায় এরদোয়ানের প্রশংসা করেছেন। ৬০ বছরের এক বৃদ্ধ মেহমেত আলী কারাহাকিওগলু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই মসজিদের জন্য অপেক্ষা করছিলাম। কেউ তা নির্মাণ করতে পারেননি, কেবল এরদোয়ান তা পেরেছেন। তিনি আমার কাছে একজন বিশেষ ব্যক্তি। তাসকিম স্কয়ার এখন দেখতে অনেক সুন্দর। ৫০ বছর আগে তারা এটি নির্মাণ করতে পারতেন।’
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
কে কে চান ওসি প্রদীপের ফাঁসি কার্যকর হোক
লিখেছেন
Time News
প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে
লিখেছেন
Time News
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর এডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ আইনজীবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার রাতেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট খন্দকার মেহেদী মাসুদ। জানা গেছে, গত ২৫ মে ২০২১ রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) তে স্থানান্তর করে। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২৭ মে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ২২ জন সদস্য ও কয়েকজন প্রসিকিউটর করোনা আক্রান্ত হয়েছিল । করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট...
লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান
লিখেছেন
Time News
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দ্বিতীয় মেয়াদে লেবার পার্টির সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২২ মে ২০২১ শনিবার রাতে তিনি তার প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন। প্রথম রাউন্ড ভোটে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সাদিক খান ৫৫.২ শতাংশ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। সাবেক এমপি সাদিক খান ২০১৬ সালেও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন। লন্ডনে এবারের মেয়র নির্বাচনে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির সিন বেরি, আর লিবারেল ডেমোক্র্যাটস লুসা পোরিট হয়েছেন চতুর্থ। ৫ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় লুসার জামানতই বাজেয়াপ্ত হয়েছে। পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই সাদিক খান এগিয়ে ছিলেন। কোনো কোনো জরিপে বলা হয়েছে, তিনি প্রথম রাউন্ডে অর্ধেকের বেশি ভোট পেয়েছেন। কিন্তু ২০১৬ সালের মতো এবার রেকর্ড সৃষ্টি সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন। সাদিক খান ২,২৮,০০০ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার দাদা ১৯৪৭ সাথে ভারতবর্ষ বিভক্তির সময় যুক্তপ্রদ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন