অস্ট্রিয়ায় মসজিদ ও ধর্মীয় স্থাপনা চিহ্নিত করে মানচিত্র প্রকাশ -মামলা করবে মুসলমানরা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি সাবাহ জানিয়েছে,
দেশটির মুসলিম সম্প্রদায় যেসব স্থানে বসবাস করছে এবং যেসব স্থানে মসজিদ ও ধর্মীয় স্থাপনা আছে- সেগুলো চিহ্নিত করে দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ একটি মানচিত্র প্রকাশ করার পর মুসলিম নেতারা ওই সিদ্ধান্ত গ্রহণ করেন।
'দ্য মুসলিম ইয়ুথ অব অস্ট্রিয়া' নামে একটি সংগঠন সরকারের এ পদক্ষেপের বিরোধিতা করে মামলা করার কথা জানান।
মুসলিম নেতাদের দাবি, এমনিতেই দেশটিতে চরম বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন মুসলমানরা। শ্বেতাঙ্গ বর্ণবাদী ও কট্টর ডানপন্থি উগ্রবাদীরা প্রায়ই নিরপরাধ মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে।
এ অবস্থায় মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদের ঠিকানাসহ সরকারিভাবে মানচিত্র প্রকাশ করে মুসলিম সম্প্রদায়কে আরও ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে।
এর আগে দেশটির ইনটেগ্রেশন মন্ত্রী সুসান রাব অস্ট্রিয়ায় অবস্থিত ৬২০টি মসজিদের ঠিকানাসহ 'ন্যাশনাল ম্যাপ অব ইসলাম' নামে একটি ওয়েবসাইট চালু করেন। এই মসজিদগুলোতে কোন কোন দেশ সাহায্য পাঠায় তাও এতে উল্লেখ করা হয়।
অস্ট্রিয়ায় মুসলমানদের আরেকটি সংগঠন 'ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া' সরকারের এ কর্মকাণ্ডকে কলঙ্কজনক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।
সরকারের এ পদক্ষেপ দেশটির মুসলিম নাগরিকদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে দেবে বলেও দাবি করে সংগঠনটি।
ইউরোপের দেশ অস্ট্রিয়ায় প্রায় ৬৯ শতাংশ খৃস্টান যার ৫৭ শতাংশ ক্যাথলিক খৃস্টান, ২২ শতাংশ ধর্মহীন এবং মাত্র ৭ শতাংশ মুসলিম যাদের সংখ্যা ৭ লাখের কাছাকাছি।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন