অভিভাবক ছাড়াই নারীদের হজে যাওয়ার অনুমতি


এবার
 কোনো ধরণের পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের হজে যাওয়ার অনুমতি দিল সৌদি আরব। ১৩ জুন ২০২১ রোববার  হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে  এই সংবাদ জানােনা হয়। বিবৃতিতে বলা হয়, কোনো মাহরাম বা পুরুষ আত্মীয় সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন।

মহামারী করোনা সংক্রমণের কারণে চলতি বছরেও বিদেশি কেউ হজের অনুমতি পাচ্ছেন না। সৌদি আরবের নাগরিকদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, কেবল তাদের মধ্যে থেকে মাত্র ৬০ হাজার ব্যক্তি হজের অনুমতি পাচ্ছেন। হজের জন্য ১৫ থেকে ৬৫ বছর বয়সীরাই শুধু অনুমতি পাবেন। তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজের আওতায় এই বছর হজ পরিচালনা করা হচ্ছে। ব্যাপক সংক্রমণের কারণে গত বছর প্রথম বারের মেতা বিদেশী নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দেয় মক্কা-মদিনার অভিভাবকেত্মর দায়িত্ব পালনকারী সৌদি আরব। দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে মাত্র ১০ হাজার ব্যক্তিকে করোনা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে হজের সুযোগ দেয়া হয়।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান