অভিভাবক ছাড়াই নারীদের হজে যাওয়ার অনুমতি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লিখেছেন
Time News
এবার কোনো ধরণের পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের হজে যাওয়ার অনুমতি দিল সৌদি আরব। ১৩ জুন ২০২১ রোববার হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এই সংবাদ জানােনা হয়। বিবৃতিতে বলা হয়, কোনো মাহরাম বা পুরুষ আত্মীয় সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন।
মহামারী করোনা সংক্রমণের কারণে চলতি বছরেও বিদেশি কেউ হজের অনুমতি পাচ্ছেন না। সৌদি আরবের নাগরিকদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, কেবল তাদের মধ্যে থেকে মাত্র ৬০ হাজার ব্যক্তি হজের অনুমতি পাচ্ছেন। হজের জন্য ১৫ থেকে ৬৫ বছর বয়সীরাই শুধু অনুমতি পাবেন। তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজের আওতায় এই বছর হজ পরিচালনা করা হচ্ছে। ব্যাপক সংক্রমণের কারণে গত বছর প্রথম বারের মেতা বিদেশী নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দেয় মক্কা-মদিনার অভিভাবকেত্মর দায়িত্ব পালনকারী সৌদি আরব। দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে মাত্র ১০ হাজার ব্যক্তিকে করোনা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে হজের সুযোগ দেয়া হয়।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
কে কে চান ওসি প্রদীপের ফাঁসি কার্যকর হোক
লিখেছেন
Time News
প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে
লিখেছেন
Time News
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর এডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ আইনজীবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার রাতেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট খন্দকার মেহেদী মাসুদ। জানা গেছে, গত ২৫ মে ২০২১ রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) তে স্থানান্তর করে। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২৭ মে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ২২ জন সদস্য ও কয়েকজন প্রসিকিউটর করোনা আক্রান্ত হয়েছিল । করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট...
লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান
লিখেছেন
Time News
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দ্বিতীয় মেয়াদে লেবার পার্টির সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২২ মে ২০২১ শনিবার রাতে তিনি তার প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন। প্রথম রাউন্ড ভোটে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সাদিক খান ৫৫.২ শতাংশ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। সাবেক এমপি সাদিক খান ২০১৬ সালেও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন। লন্ডনে এবারের মেয়র নির্বাচনে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির সিন বেরি, আর লিবারেল ডেমোক্র্যাটস লুসা পোরিট হয়েছেন চতুর্থ। ৫ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় লুসার জামানতই বাজেয়াপ্ত হয়েছে। পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই সাদিক খান এগিয়ে ছিলেন। কোনো কোনো জরিপে বলা হয়েছে, তিনি প্রথম রাউন্ডে অর্ধেকের বেশি ভোট পেয়েছেন। কিন্তু ২০১৬ সালের মতো এবার রেকর্ড সৃষ্টি সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন। সাদিক খান ২,২৮,০০০ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার দাদা ১৯৪৭ সাথে ভারতবর্ষ বিভক্তির সময় যুক্তপ্রদ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন