গভীর রাতে ক্লাস নিলেন ভিসি -ফেইসবুকে চলছে বেশ আলোচনা-সমালোচনাঃ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গভীর রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহর একটি ক্লাস করানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে বেশ আলোচনা-সমালোচনা।
৯ জুন ২০২১ রোজ বুধবার রাত ৩টার থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন তিনি।
এ ক্লাসে অংশ নেয়া এক শিক্ষার্থী জানিয়েছেন, বুধবার দিবাগত রাত তিনটায় দিকে ক্লাসটি শুরু হয়। শেষ হয় রাত ৩টা ৫৫ মিনিটে।
এই ক্লাসে অংশ নেয়া আরেক শিক্ষার্থী বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস ছিল এটি। ক্লাস নেবেন বলে স্যার আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। স্যারের নির্দেশ মতো আমরা ২৮ শিক্ষার্থী এই অনলাইন ক্লাসে অংশ নিই। প্রায় এক ঘণ্টা ক্লাস চলে। তবে গভীর রাতে ক্লাস হওয়ায় অনেকেই থাকতে পারেননি। তবে শেষ পর্যন্ত কতজন ছিলেন, তা জানি না।’
বেরোবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদে’র আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। তার আসলে মানসিক চিকিৎসা প্রয়োজন। যারা তার কাছের লোকজন রয়েছেন তাদের উচিত অধ্যাপক কলিমউল্লাহর মানসিক চিকিৎসার ব্যবস্থা করা।’
তিনি আরো বলেন, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গত ৩১ মে ভিসি হিসেবে তার মেয়াদ শেষ করেছেন। তিনি কীভাবে শিক্ষার্থীদের ক্লাস নেন?
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন