রোহিঙ্গাদের পর মিয়ানমার ছেড়ে পালাচ্ছে জান্তা বিরোধীরা


দেশের পাশ্ববর্তী জান্তা প্রভাবিত রাষ্ট্র মিয়ানমারে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেনা অভ্যুত্থানে এ পর্যন্ত দেশটির ৯ হাজারেরও বেশি নাগরিক ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে দেশটির একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন। আজ ১৬ই জুন ২০২১ বুধবার মিজোরামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমারের সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের তথ্যমতে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত দেশটির ৯ হাজার ২৪৭ জন নাগরিক আশ্রয়ের জন্য মিজোরামে প্রবেশ করেছেন।মিজোরামে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মধ্যে দেশটির ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)র বেশ কয়েকজন আইনপ্রণেতা রয়েছেন। রয়েছেন দেশটির চিন রাজ্যের মুখ্যমন্ত্রী সালাই লিয়ান লুয়াই, যাকে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। গত সোমবার রাতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মিয়ানমারের ২৪ জন আইনপ্রণেতা রাজ্যের বিভিন্ন জেলায় আশ্রয় নিয়েছেন। যারা বিশেষ করে মিয়ানমারের সীমান্তবর্তী জেলাগুলোতে আশ্রয় নিয়েছেন। উল্লেখ্য, চিন রাজ্যটি মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এ রাজ্যের সঙ্গে মিজোরামের ছয় জেলার ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে।










মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান