মেধাবী ছাত্রী উম্মে হাবীবাকে বাঁচাতে এগিয়ে আসুন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী উম্মে হাবীবা। চাকবৈঠা ইউনিয়নের বাসিন্দা মাহবুবুল আলমের মেয়ে।
স্বপ্ন ছিল পড়ালেখা করে এক দিন বড় হয়ে ডাক্তার হবে। সমাজ ও দেশের মানুষের সেবা করবে। কিন্তু সেই স্বপ্ন মরণব্যাধী ক্যান্সার কেড়ে নিতে চলেছে বলাই চলে । রিকশাচালক দরিদ্র বাবার আর্থিক দৈন্যতা ও চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মেধাবী ছাত্রী উম্মে হাবীবা। শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার।
তার বাবা মাহবুবুল আলম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি এমন এক হতভাগ্য বাবা যে কি-না সারারাত মেয়ের আহাজারি শুনি। কিন্তু মেয়ের জন্য কিছুই করতে পারি না। আমি গরীব মানুষ। বয়সও হয়েছে। কোনো মতে রিকশা চালিয়ে সংসার চালাই। কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা দিতে না পারায় আমার মেয়ে উম্মে হাবিবা এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায়। আমার সহায়-সম্বল যা ছিল তা দিয়ে চিকিৎসা করালেও অর্থিক দৈন্যতার কারণে সঠিক সময়ে কেমো থেরাপিগুলো পর্যন্ত দিতে পারছি না। এভাবে চলতে থাকলে আমার মেয়েটি চোখের সামনেই মরে যাবে বলে কেঁদে উঠেন তিনি।
উম্মে হাবীবার বাবা মাহবুবুল আলম আরো জানান, গত এক মাস আগে উম্মে হাবীবার ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, উম্মে হাবীবাকে বাঁচাতে হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হবে। এ অবস্থায় ঢাকা নিয়ে চিকিৎসা করানোর মতো সামথ্য আমার নেই।
ব্লাড ক্যান্সার আক্রান্ত উম্মে হাবীবার রিকশাচালক বাবা দেশের দানশীল, বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।
স্থানীয় লোকজন জানান, বিত্তবানরা যদি এরকম ব্লাড ক্যান্সার আক্রান্ত মেধাবী শিক্ষার্থীর পাশে একটু দয়ার হাত বাড়ান তাহলে এই মেধাবী মেয়েটিকে বাঁচানো সম্ভব হবে। অন্যথায় চোখের সামনেই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি মেধাবী মুখ ও তার লালিত স্বপ্ন।
আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম :
১. 01820-082089 (মাহবুবুল আলম, মেয়ের বাবা, বিকাশ পার্সোনাল)
২. 01871-603898 (মুহাম্মদ আনিস, যিনি মেয়েটির চিকিৎসার বিষয়টি দেখাশোনা করছেন, বিকাশ পার্সোনাল)
৩. 01812-766893 (রিদওয়ানুল কাদির, বিকাশ ও নগদ পার্সোনাল)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন