যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে?
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জেরে শনিবার পদত্যাগ করেন হ্যানকক। তার ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলে। গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। পরে পদ ছাড়তে বাধ্য হন।
গত মাসের শুরু থেকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ জাভিদ। সঙ্কটজনক সময়ে তাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করায় নিজেকে সম্মানীত বলে মন্তব্য করেছেন তিনি। সাজিদ জাভিদকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেয়ার নেপথ্যে ফার্স্টলেডি ক্যারি জনসনের হাত আছে বলে অভিযোগ করেছেন বিরুধীরা তবে এ অভিযোগ অস্বীকার করেন জনসন ।
এদিকে সাজিদ জাভিদকে নতুন এই দায়িত্ব দেয়ায় স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির সিনিয়র এমপি তোবিয়াস এলউড।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন