আলহাজ্ব শাহজাহান চৌধুরীর মায়ের ইন্তেকাল


বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মলিশে শুরা সদস্য, চট্টগ্রাম-১৪ আসনের ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর আম্মাজানের ১ম জানাজার নামাজ ২৮ মে ২০২১ রোজ সোমবার দুপুর ২টায় বাকলিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে মরহুমার জানাযায় জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিদের বেশ উপস্থিতি  লক্ষ্য করা যায় 

বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আলহাজ্ব শাহজাহান চৌধুরী মাত্র ৩ ঘন্টার জন্য পেরোলে মুক্তি পেয়ে মায়ের সাথে সর্বশেষ সাক্ষাত এবং মায়ের জানাযায় তিনি নিজেই ইমামতি করেন

জানাযা শেষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, এ সময় আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়

তাঁর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

এক শোক বার্তায় মরহুমার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াত ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর উভয় শাখা

সর্ব স্তরের জনসাধারণ মরহুমার জন্য মাগফিরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান