তুরস্ক গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
৯ জুলাই ২০২১ রোজ শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এ সফরে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্কের সব পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
তুরস্কের যোগাযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহমুদ আব্বাসের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ অবস্থা।
এছাড়া ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের বহুল প্রতীক্ষিত নির্বাচন নিয়েও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
তবে বেশ কয়েক দিন আগেও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ছিলো ফিলিস্তিনের রাজপথ। বিক্ষোভকারীদের মতে, আব্বাসের সাম্প্রতিক কার্যকলাপ দেখে মনে হচ্ছে, তিনি সবই যেন করছেন দখলদার ইসরাইলের স্বার্থে। কারণ হিসেবে মনে করছেন, তিনি নির্বাচনের ঘোষণা দেওয়ার পর নির্বাচন প্রত্যাহার করে নিয়েছেন।
যদিও
উল্লেখ্য, মাহমুদ আব্বাস দীর্ঘ ১৫বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন। ক্ষমতা গ্রহণের শুরুর সময়ে ভালো থাকলেও রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বিতর্কের সম্মুখীন হচ্ছেন ৮৬ বছর বয়সী ফিলিস্তিনের পিএলওর এই জ্যেষ্ঠ নেতা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন