প্রধানমন্ত্রী ইমরান খানকে আম উপহার দিলেন শেখ হাসিনা


 


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত এক হাজার কিলোগ্রাম আম কোরবানির ঈদের দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার ধন্যবাদের সাথে গৃহীত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে। তবে বছর তিনেক আগে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাছাড়া কথায় কথায় বিরোধীদর পাকিস্তান চলে যেতে বলা ব্যক্তি কেন হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন এমন প্রশ্নও রাখছেন বিরোধীরা।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান