দীর্ঘ ছয় বছর পর জেদ্দা শহরে ওআইসি সদর দফতরে ইরানের কূটনীতিক ফেরত
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লিখেছেন
Time News
দীর্ঘ ছয় বছর পর সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দফতরে ইরানের পক্ষ থেকে তিন কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দীর্ঘ বিরতির পর ওআইসিতে আনুষ্ঠানিকভাবে আবারো ইরানের কূটনৈতিক তৎপরতা শুরু হলো। তেমনি রিয়াদে দূতাবাস ফের চালুর প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান গত ২৩ ডিসেম্বর জানিয়েছিলেন, ওআইসিতে নিযুক্ত তিন ইরানি কূটনীতিককে ভিসা দিতে সম্মত হয়েছে সৌদি আরব। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে ইরানের চার দফা আলোচনা শেষে ওই মতৈক্য অর্জিত হয় বলে তিনি জানান ।
তিনি ওই দিন ইরান সফররত ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইনের সাথে তেহরানে এক যৌথ সংবাদ
সম্মেলনে এ তথ্য জানান। এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে
জানান, ওই তিন কূটনীতিক সৌদি আরবের ভিসা গ্রহণ করেছেন। তিনি জেদ্দায় ইরানি কূটনীতিকদের
উপস্থিতিকে ‘ভালো ও ইতিবাচক’ ঘটনা বলে উল্লেখ করেন। কয়েকদিন আগে ওই তিন ইরানি কূটনীতিক
ওআইসিতে যোগ দেয়ার জন্য জেদ্দা পৌঁছেন। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ছয় বছর পর ইরান ও সৌদি
আরব ধীরে ধীরে সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে এবং আবার দূতাবাস চালু করার প্রস্তুতি নিচ্ছে। ইরানের
পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য জলিল রহিমি জাহানাবাদী সম্প্রতি একটি
টুইটে বলেন, দুই দেশ তাদের ভাঙা সম্পর্ক পুনরুদ্ধারের পথে রয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে তেহরান ও
মাশহাদে সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে
সৌদি আরবে শিয়া আলেম শেখ বাকির নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সম্পর্ক আরও অবনতি ঘটে।
এ অবস্থায় ইরাকি সরকারের মধ্যস্থতায় গত বছরের এপ্রিল থেকে বাগদাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে চার
দফা আলোচনা হয়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য জলিল রহিমি
জাহানাবাদী বলেন, দূতাবাস খোলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত হতে দুই
পক্ষের সম্পর্কোন্নয়ন আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং মুসলিম বিশ্বের সংহতি বাড়াতে অবদান রাখতে
পারে। জাহানাবাদী আরও জানান, দুই পক্ষের এই আলোচনা ইরানের আগের সরকার দ্বারা শুরু হয়েছিল এবং
ইব্রাহিম রাইসির নেতৃত্বে নতুন প্রশাসনের অধীনে অব্যাহত ছিল। চলতি মাসের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছিলেন, ইরানের নির্বাচনের জন্য সৌদি আরবের সাথে যে আলোচনা
স্থগিত হয়ে গিয়েছিল, তেহরান আবার সে আলোচনা শুরু করতে প্রস্তুত। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে পরবর্তী দফা আলোচনা
এজেন্ডায় রয়েছে। লেবানন বা ইয়েমেনের মতো বিষয়গুলো আলোচনার ফলাফলের ওপর কোনো প্রভাব
ফেলবে কি না, সে বিষয়ে এই মুখপাত্র বলেন, ইরান মতপার্থক্য সত্ত্বেও আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা
করছে। এর আগে গত বছরের জুনে নির্বাচনে জয়লাভের পর তার প্রথম সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রাইসি
বলেছিলেন, সৌদি আরবের সাথে সংলাপ ও দূতাবাস আবার চালু করার ক্ষেত্রে তেহরানের পক্ষ থেকে কোনো
বাধা নেই। দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হলে সাত বছরের মধ্যে প্রথমবারের
মতো ইরানিরা ওমরাহর জন্য সৌদি আরবে যাবে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
কে কে চান ওসি প্রদীপের ফাঁসি কার্যকর হোক
লিখেছেন
Time News
প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে
লিখেছেন
Time News
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর এডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ আইনজীবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার রাতেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট খন্দকার মেহেদী মাসুদ। জানা গেছে, গত ২৫ মে ২০২১ রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) তে স্থানান্তর করে। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২৭ মে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ২২ জন সদস্য ও কয়েকজন প্রসিকিউটর করোনা আক্রান্ত হয়েছিল । করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট...
লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান
লিখেছেন
Time News
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দ্বিতীয় মেয়াদে লেবার পার্টির সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২২ মে ২০২১ শনিবার রাতে তিনি তার প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন। প্রথম রাউন্ড ভোটে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সাদিক খান ৫৫.২ শতাংশ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। সাবেক এমপি সাদিক খান ২০১৬ সালেও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন। লন্ডনে এবারের মেয়র নির্বাচনে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির সিন বেরি, আর লিবারেল ডেমোক্র্যাটস লুসা পোরিট হয়েছেন চতুর্থ। ৫ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় লুসার জামানতই বাজেয়াপ্ত হয়েছে। পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই সাদিক খান এগিয়ে ছিলেন। কোনো কোনো জরিপে বলা হয়েছে, তিনি প্রথম রাউন্ডে অর্ধেকের বেশি ভোট পেয়েছেন। কিন্তু ২০১৬ সালের মতো এবার রেকর্ড সৃষ্টি সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন। সাদিক খান ২,২৮,০০০ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার দাদা ১৯৪৭ সাথে ভারতবর্ষ বিভক্তির সময় যুক্তপ্রদ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন