কি হারালো কলরব? কেমন ছিলেন মাহফুজ আলম!

 ইসলামী সংগীত জগতের তরুণ উজ্জল নক্ষত্র , ইসলামী সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্লাটফর্ম কলরব শিল্পীগোষ্ঠীর উদীয়মান শিল্পী ও সাউন্ড ডিজাইনার মাহফুজ আলম ডেঙ্গুজ্বর ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মহান প্রভূর ডাকে সাড়া দিয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



 আজ সকাল আট টায় তিনি ইন্তেকাল করেন, তাঁর শরীরে জ্বরের তীব্রতার পাশাপাশি ডায়েবেটিসও ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি মাকে বলেছিলেন মা কালিমা পড়িয়ে দাও, মা বলছে,তাহলে পড়ো , লা ইলাহা ইললাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 

ব্যক্তিগত জীবনে অবিবাহিত এই তরুণ শিল্পীর মৃত্যুতে ইসলামী সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া, শোক জানিয়ে জাগ্রত কবি মুহিব খান লিখেছেন সম্পর্কটা হৃদয়ের ছিল, আদরের ছিল, আমি বেদনাহত, বাকরুদ্ধ।  

শোক জানিয়েছেন কলরব শিল্পীগোষ্ঠীর অন্যতম সহকর্মী মুফতি সাঈদ আহমদ, আবু রায়হান ও বদরুজ্জামান উজ্জল। 

তার একান্ত সংগীত জুটি তৌহিদ জামিল লিখেছেন,একসাথে পথচলা হলোনা মাহফুজ, আল্লাহ তোমায় জান্নাতুল ফেরদৌস দান করুন। 


ভাষা হারিয়ে যেন কিছুই লিখতে পারেনি শিল্পী আবু উবাইদা। 

আরও শোক জানিয়েছেন ইসলামী সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্লাটফর্ম সাইমুম শিল্পীগোষ্ঠী, প্লাটফর্মটির ভেরিফাইড পেইজর এক পোস্টে শোক বিবৃতি প্রদান করা হয়। 

 শোক জানিয়েছেন ইসলামী নাশিদশিল্পী ইকবাল হোসাইন জীবন ও নিয়াজ মাখদুম, মুনায়েম বিল্লাহ ও শাহাবুদ্দিন শিহাব।  

 হেভেন টিউনের প্রধান নির্বাহী গাজী আনাস রাওশান। 

ইসলামী নাট্য অভিনেতা কবির বিন সামাদ।  

শোক জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হাফেজ রাশেদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। 


আজ বাদে আছর নিজ গ্রাম নরসিংদীর মাদবদীতে জানাযা শেষে চির নিদ্রায় শায়িত করা হয়। 






মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান