পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সর্বত্রে একটাই প্রশ্ন, তা হলো- কখন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান?

ছবি
রাস্তা-ঘাটে কিংবা বাজার-হাটে ,  সর্বত্রে একটাই প্রশ্ন, তা হলো- কখন  খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান? কারণ মন্ত্রীমশাই  নিজেই স্কুল-কলেজ খোলা নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন।  গত ২৭ মে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দিপু মণি  সাংবাদিকদের  বলেছেন, এ কথা নির্দ্বিধায় বলতে পারেন ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।  অর্থাৎ খুলে দেয়া হবে স্কুল-কলেজ। সবার   আগ্রহের দিক বিবেচনা করেই শিক্ষামন্ত্রীর বক্তব্যের ফোকাসই ছিল ১৩ই জুন সবার অপেক্ষার অবসান ঘটবে।  মাত্র একদিনের ব্যবধানে তিনি নিজেই আবার বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে আমরা আগে অগ্রাধিকার দেবো। অর্থাৎ এক্ষুণি খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। মন্ত্রী মশাইয়ের সুরে সুর মিলিয়ে গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঈঙ্গিত দিয়েছেন ১৩ই জুন স্কুল-কলেজ আপাতত খুলছে না। সরকারের মন্ত্রীদের এমন বিপরীত বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।   কারণ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৩ই জুন দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার প্রক্রিয়া তারা শুরু কর...

অস্ট্রিয়ায় মসজিদ ও ধর্মীয় স্থাপনা চিহ্নিত করে মানচিত্র প্রকাশ -মামলা করবে মুসলমানরা

ছবি
এবার   অস্ট্রিয়া সরকারের বর্ণবাদী ও ইসলামবিদ্ধেষী পদক্ষেপের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন দেশটির মুসলিম নেতারা। ডেইলি সাবাহ জানিয়েছে , দেশটির মুসলিম সম্প্রদায় যেসব স্থানে বসবাস করছে এবং যেসব স্থানে মসজিদ ও ধর্মীয় স্থাপনা আছে - সেগুলো চিহ্নিত করে দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ একটি মানচিত্র প্রকাশ করার পর মুসলিম নেতারা ওই সিদ্ধান্ত গ্রহণ করেন।   ' দ্য মুসলিম ইয়ুথ অব অস্ট্রিয়া ' নামে একটি সংগঠন সরকারের এ পদক্ষেপের বিরোধিতা করে মামলা করার কথা  জানান । মুসলিম নেতাদের দাবি , এমনিতেই দেশটিতে চরম বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন মুসলমানরা। শ্বেতাঙ্গ বর্ণবাদী ও কট্টর ডানপন্থি উগ্রবাদীরা প্রায়ই নিরপরাধ মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে। এ অবস্থায় মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদের ঠিকানাসহ সরকারিভাবে মানচিত্র প্রকাশ করে মুসলিম সম্প্রদায়কে আরও ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। এর আগে দেশটির ইনটেগ্রেশন মন্ত্রী সুসান রাব অস্ট্রিয়ায় অবস্থিত ৬২০টি মসজিদের ঠিকানাসহ ' ন্যাশনাল ম্যাপ অব ইসলাম...

ঐতিহাসিক তাকসিম স্কয়ারে নতুন মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান

ছবি
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিেয়েছ তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২৮ মে ২০২১ শুক্রবার মসজিদটি উদ্বোধন করে মুসল্লিদের সঙ্গে জুমাআর নামাজ আদায় করেন এরদোয়ান। এই মসজিদ উদ্বোধনের মধ্যদিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন দেশটির প্রেসিডেন্ট। তাকসিম স্কয়ার দেশটির একটি ঐতিহাসিক স্থান। সেখানে আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কামাল আতার্তুকের নামে সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ষাটের দশকের সেই স্থাপনা ভেঙে সেখানে নতুন করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করলে ২০১৩ সালে অনেকে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। তবে ২০১৯ সালে সেটি ভেঙে ফেলা হয়। আর সেখানেই নির্মিত হলো মসজিদ। তবে এখানে মসজিদ নির্মাণের সমালোচনাও করেছেন অনেকে। মসজিদ নির্মাণের মধ্যদিয়ে এরদোয়ান তার ক্ষমতা প্রদর্শন করেছেন বলে সমালোচনা করেছেন অনেকে। অবশ্য এখানে মসজিদ নির্মাণের ইচ্ছের কথা এরদোয়ান অনেক আগেই বলেছিলেন। ১৯৯০ সালে ইস্তাম্বুলের মেয়র থাকাকালে তিনি সেখানে মসজিদ নির্মাণের চেষ্টা করেন। তবে আইনি জটিলতা, নাগ...

মুসলমান ছাড়া সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে ভারত

ছবি
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলমান ছাড়া সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ভারত। জানা গেছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। এমনটাই জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে মুসলমান ছাড়া অন্য সবাই যাতে অবিলম্বে আবেদন করেন, এ আমন্ত্রণবার্তাও দেয়া হয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রজ্ঞাপন জারি করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব আইন (সিএএ) পাসের পর থেকেই ভারতজুড়ে শুরু হয়েছিল প্রতিবাদ বিক্ষোভ। এমনকি দাঙ্গাও বাঁধে দিল্লিতে। ২০২০ সালেও ওই সিএএবিরোধী আন্দোলন অব্যাহত থাকে দেশটিতে। কিন্তু মহামারী করোনার প্রভাবে সবকিছু থেমে গেলে আন্দোলনও থেমে যায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত ‘নাগরিকত্ব আইন সিএএ-২০১৯'  এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া ...

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

ছবি
  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর এডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ আইনজীবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার রাতেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট খন্দকার মেহেদী মাসুদ। জানা গেছে, গত ২৫ মে ২০২১ রাতে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ায় জেয়াদ আল মালুমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) তে স্থানান্তর করে। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২৭ মে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উল্লেখ্য,  করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের ২২ জন সদস্য ও কয়েকজন প্রসিকিউটর করোনা আক্রান্ত হয়েছিল । করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে দেশের সব আদালতের মতো ট্রাইব্যুনালও বন্ধ হয়ে যায়। এরপর করোনার মধ্যে ট...

খুলে দিচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি
  করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৩ই জুন থেকে খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।পাশাপাশি তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ই জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। এর আগের ঘোষণা অনুযায়ী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৩ই জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। এটি বাস্তবায়ন করতে হলে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকেই ঘাটতি নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে কিন্তু তারা কতটুকু শিক্ষার্জন করলো তা যাচাই করা সম্ভব হচ্ছে না। কয়েকদিন আগে একটি বেসরকারি গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসজনিত বন্ধে প্রাথমিকের ১৯ শতাংশ এবং মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী শিক্ষণঘাটতির ঝু্ঁকিতে আছে। এ...

লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান

ছবি
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে  দ্বিতীয় মেয়াদে লেবার পার্টির সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২২ মে ২০২১ শনিবার রাতে তিনি তার প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন। প্রথম রাউন্ড ভোটে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সাদিক খান ৫৫.২ শতাংশ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। সাবেক এমপি সাদিক খান ২০১৬ সালেও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন। লন্ডনে এবারের মেয়র নির্বাচনে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির সিন বেরি, আর লিবারেল ডেমোক্র্যাটস লুসা পোরিট হয়েছেন চতুর্থ। ৫ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় লুসার জামানতই বাজেয়াপ্ত হয়েছে। পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই সাদিক খান এগিয়ে ছিলেন। কোনো কোনো জরিপে বলা হয়েছে, তিনি প্রথম রাউন্ডে অর্ধেকের বেশি ভোট পেয়েছেন। কিন্তু ২০১৬ সালের মতো এবার রেকর্ড সৃষ্টি সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন। সাদিক খান ২,২৮,০০০ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার দাদা ১৯৪৭ সাথে ভারতবর্ষ বিভক্তির সময় যুক্তপ্রদ...

সুবর্ণ আইজ্যাক বারী

ছবি
  নাম তার সূবর্ণ আইজ্যাক বারী| তিনি গণিত, পদার্থ বিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা 'দ্যা লাভ' গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিতি পেয়েছেন। এই কীর্তি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সূবর্ণ আইজ্যাক বারী|গত ১৭ অক্টোবর ২০২০ গভর্নরের পক্ষ থেকে ৯ বছর বয়সী বিজ্ঞানী সূবর্ণ আইজ্যাক বারীকে স্বীকৃতিপত্রটি প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এ্যান্ড্রো কুমো| হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে ২০১৮ সালে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে| নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তাকে দিল্লীতে 'গ্লোবাল চাইল্ড প্রডিজি এওয়ার্ড' দেন বিজ্ঞানী হিসেবে| পদার্থ বিজ্ঞানী সূবর্ণকে ভিজিটিং অধ্যাপক পদে  নিয়োগ দিয়েছে মোম্বাই বিশ্ববিদ্যালয়| ২০১২ সালের ৯ই এপ্রিল নিউইয়র্কে জন্মগ্রহণ করেন সূবর্ণ| তার বাবার নাম রাশেদুল বারী| পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হওয়ায় খুব অল্প সময়েই বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে| বিশ্বের সবচেেয় কম বয়সী প্রফেসর সূব...

সমুদ্রবন্দকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত

ছবি
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের তথ্য মতে, ঘূর্ণীঝড়   ‘ইয়াস’ কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণীঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুদ্ধ হয়ে রয়েছে। এদিকে, দক্ষিণপূর্ব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণীঝড় ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে ছয় ফুটের বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। প্রবল ...

স্থান পেলেন না সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ছবি
                                                                                 মধ্যপ্রাচ্যের একমাত্র অনারব দেশ ও পশ্চিমা বিশ্বের জম, ইসলামী প্রজাতন্ত্র  ইরানে  আগামী ১৮ জুন ২০২১ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজ ২৫ মে ২০২১ মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে সাত প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা হলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)র সাবেক প্রধান মোহসেন রেজাঈ, বর্তমান প্রধান বিচারপতি সাইয়েদ ইবরাহিম রঈসী ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেমমাতী, পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসাইন কাজিজাদেহ হাশেমী, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মেহের আলী...