পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এরদোয়ান কি পারবেন পূর্বসুরির স্বপ্ন বাস্তবায়ন করতে?

ছবি
দীর্ঘ   ১০বছর ধরে নানা ধরণের জরিপ চালানোর পর অবশেষে সেই স্বপ্ন পূরণে কাজ শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি গত ২৬ জুন ২০২১ শনিবার  দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের ইউরোপীয় অংশকে দুই ভাগ করে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন। এর লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সাগর এবং মারমার ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ তৈরি করা। বিশ্বজুড়ে  এ নিয়ে চলছে  আলোচনা-সমালোচনা। কারণ এটি সুলতান সুলেমানের স্বপ্ন ছিলো। সুয়েজ বা পানামা খালের আদলে কৃত্রিমভাবে খনন করা এই ‘ক্যানাল ইস্তাম্বুল’ বা ইস্তাম্বুল খালের লক্ষ্য হচ্ছে- বসফরাস প্রণালীর বিকল্প পথ তৈরি করে ওই দুই সাগরের মধ্যে আরও বেশি সংখ্যক জাহাজ চলাচলের পথ সুগম করা। যদিও তুরস্কের অনেকে এই খাল খনন প্রকল্পের বিরোধিতা করেছেন। প্রেসিডেন্ট এরদোগান বলছেন, এই খাল তুরস্কের উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বসফরাস প্রণালী দিয়ে ১৯৩০-এর দশকে প্রতি বছর ৩ হাজার জাহাজ পারাপার হতো, আর এখন প্রতি বছর ৪৫ হাজার জাহাজ এই প্রণালী অতিক্রম করে। এই শতকের মাঝামাঝি নাগাদ অর্থাৎ ২০৫০ সালের...

আলহাজ্ব শাহজাহান চৌধুরীর মায়ের ইন্তেকাল

ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মলিশে শুরা সদস্য, চট্টগ্রাম-১৪ আসনের ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর আম্মাজানের ১ম জানাজার নামাজ ২৮ মে ২০২১ রোজ সোমবার দুপুর ২টায় বাকলিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে মরহুমার জানাযায় জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিদের বেশ উপস্থিতি  লক্ষ্য করা যায়  বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আলহাজ্ব শাহজাহান চৌধুরী মাত্র ৩ ঘন্টার জন্য পেরোলে মুক্তি পেয়ে মায়ের সাথে সর্বশেষ সাক্ষাত এবং মায়ের জানাযায় তিনি নিজেই ইমামতি করেন জানাযা শেষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, এ সময় আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোক বার্তায় মরহুমার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াত ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরীর উভয় শাখা সর্ব স্তরের জনসাধারণ মরহুমার জন্য ...

যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে?

ছবি
   ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি দেশটির সাবেক অর্থমন্ত্রী। স্থানীয় সময় শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম জানানো হয়। করোনার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জেরে শনিবার পদত্যাগ করেন হ্যানকক। তার ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলে। গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। পরে পদ ছাড়তে বাধ্য হন।  গত মাসের শুরু থেকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ জাভিদ। সঙ্কটজনক সময়ে তাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করায় নিজেকে সম্মানীত বলে মন্তব্য করেছেন তিনি।  সাজিদ জাভিদকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেয়ার নেপথ্যে ফার্স্টলেডি ক্যারি জনসনের হাত আছে বলে অভিযোগ করেছেন বিরুধীরা তবে এ অভিযোগ অস্বীকার করেন জনসন । এদিকে সাজিদ জাভিদকে ...

অবৈধভাবে আসা ফোনগুলো চিহ্নিত করা হবে -বিটিআরসি

ছবি
  মোবাইল হ্যান্ডসেট হারিয়ে গেলে অথবা চুরি হলে অন্য কেউ ওই মোবাইল সেটটি ব্যবহার করতে পারবে না। প্রত্যেক মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট কোড দেওয়া হবে। নির্দিষ্ট ওই কোড ছাড়া মোবাইল সেটটি চালু হবে না। আগামী ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তরঙ্গ বিভাগ। কবে থেকে পদ্ধতিটি গ্রাহক পর্যায়ে চালু হবে সে বিষয়ে  আগামী তিন মাস পরীক্ষামূলক পরিচালনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।  গত ২৪ জুন বৃহস্পতিবার বিটিআরসি’র তরঙ্গ বিভাগ জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে দেশে প্রথমবারের মতো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম ব্যবহার করে সব অবৈধ ও নেটওয়ার্কের বাইরে থাকা মোবাইল ফোন শনাক্তের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কাজ শুরু হবে। বিটিআরসি এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে নেটওয়ার্কের বাইরে থাকা ও অবৈধ মোবাইল ফোন শনাক্ত করবে। আর চালু থাকা ও বৈধভাবে কেনা সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট কোড দেওয়া শুরু হবে। মূলত ওই কোডটাই মোবাইল ফোনটির মূল চাবিকাঠি। বিটিআরসি’র তরঙ্গ বিভাগের ...

জনসংহতি সমিতির শান্তিবাহিনী ও নও মুসলিম ওমর ফারুক ত্রিপুরা

ছবি
পাহাড়ের স্বাধীনতা ও স্বায়ত্ত্বশাসনে র দাবিতে   সন্তু লারমার ভাই  এমএম লারমার নেতৃত্বে    ১৯৭২ সালে   গঠিত হয়  জনসংহতি সমিতি জেএসএস ।   ১৯৮২ সালের ১০ নভেম্বর অন্তর্দলীয় কোন্দলে নিহত হবার পূর্ব পর্যন্ত  মানবেন্দ্র নারায়ণ লারমা  বা  এমএম লারমা  জনসংহতি সমিতি ও শান্তিবাহিনীর নেতৃত্ব দেন। এরপর সংগঠনটির নেতৃত্বে আসে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বা সন্তু লারমা। জনসংহতি সমিতির সদর দপ্তর ছিল বর্তমান খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম অরণ্যে। সন্তু লারমার নেতৃত্বে ১৯৭৩ সালে গোপনে গঠন করা হয় জনসংহতি সমিতি জেএসএস এর সামরিক শাখা  সশস্ত্র বিদ্রোহী সংগঠন  শান্তিবাহিনী এবং সশস্ত্র সংগ্রামের সিদ্ধান্ত নেয়। ১৯৭৪ সাল নাগাদ বিপুল সংখ্যক পাহাড়িদের সামরিক প্রশিক্ষণ দিয়ে শান্তিবাহিনীভুক্ত করা হয়। নিয়মিত বাহিনী ছাড়াও সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে মিলিশিয়া বাহিনী গঠিত হয়। শান্তিবাহিনী ও মিলিশিয়া বাহিনীকে সহায়তার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত এবং বহুসংখ্যক যুব সমিতি ও মহিলা সমিতি গড়ে তোলা হয়। ১৯৭৫ সালে সন্তু লারমা আত্মগোপনে চলে...

ইরানের তেরো তম প্রেসিডেন্ট নির্বাচিত সাইয়েদ ইবরাহিম রইসি

ছবি
    বেসরকরীভাবে ইরানের তেরো তম  প্রেসিডেন্ট হিসেবে    নির্বাচিত হয়েছেন ষাট বছর বয়সী  দেশটির প্রধান বিচারপতি  সাইয়েদ ইবরাহিম রইসি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রাথমিক ফলাফলে বিষয়টি নিশ্চিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী জামাল আরাফ এক সংবাদ সম্মেলনে জানান, দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে মোট দুই কোটি ৮৬ লাখ ভোটার অংশ নিয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশ  ভোট গণনার পর প্রাথমিক ফলাফল অনুযায়ী ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হচ্ছেন ইবরাহিম রইসি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা এক কোটি ৭৮ লাখ। তার নিকটবর্তী মোহসেন রেজায়ি পেয়েছেন ১১ শতাংশ। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট। একমাত্র সংস্কারপন্থী প্রার্থী ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্ণর আবদুন নাসের হেমমাতি পেয়েছেন আট শতাংশ ভোট। তিনি ২৪ লাখ ভোট পেয়েছেন। চতুর্থ প্রার্থী আমির হোসাইন কাজীজাদেহ হাশেমি ৩ শতাংশ ভোট। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ লাখ।   ইরানে মোট পাঁচ কোটি ৯৩ লাখ ১০ হাজার তিন শ' সাতজন নিবন্ধিত ভোটার রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী মোট ভোটারের ৪৮.২৩ শতাংশ ভোটার নির্বা...
ছবি
1) কোন কোন মোবাইল বন্ধ হবে? আর কোন কোন সেট চালু থাকবে? সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামি জুলাই থেকে যেসব মোবাইল সেট বন্ধ হবে তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খান বলেন, ‘যেসব ভ্যান্ডর বিটিআরসির অনুমোদন নিয়ে হ্যান্ডসেট আমদানি করে বাজারজাত করেছেন, তাদের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর আমাদের ডেটাবেজে সংযোজন আছে। সেই সেটগুলো সচল থাকবে।‘আর যেসব সেট বাজারে আছে অথচ আমাদের ডেটাবেজে আইএমইআই নম্বর সংযোজন নেই, আমাদের সিস্টেম সেই সেটগুলোকে সক্রিয় করতে দেবে না। 2)   হাতে থাকা মোবাইলের কি হবে?  আমরা এ ক্ষেত্রে গ্রাহকের হাতে থাকা সেটগুলো বিশেষ ব্যবস্থায় সচল রাখার ব্যবস্থা নিয়েছি, যাতে গ্রাহক পর্যায়ে ভোগান্তি তৈরি না হয়। তবে দোকানে থাকা (অবৈধ) সেটগুলো আর সচল হবে না।’এর আগে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত গ্রাহকের হ্যান্ডসেটগুলো ৩০ জুনের মধ্যে বিটিআরসির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ফলে ১ জুলাই থেকে এ সেটগুলো বন্ধ হবে না। তাই সবাইকে এ ব...

রোহিঙ্গাদের পর মিয়ানমার ছেড়ে পালাচ্ছে জান্তা বিরোধীরা

ছবি
দেশের পাশ্ববর্তী জান্তা প্রভাবিত রাষ্ট্র  মিয়ানমারে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেনা অভ্যুত্থানে এ পর্যন্ত দেশটির ৯ হাজারেরও বেশি নাগরিক ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে দেশটির একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন। আজ ১৬ই জুন ২০২১ বুধবার মিজোরামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমারের সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের তথ্যমতে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত দেশটির ৯ হাজার ২৪৭ জন নাগরিক আশ্রয়ের জন্য মিজোরামে প্রবেশ করেছেন। মিজোরামে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মধ্যে দেশটির ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)র বেশ কয়েকজন আইনপ্রণেতা রয়েছেন। রয়েছেন দেশটির চিন রাজ্যের মুখ্যমন্ত্রী সালাই লিয়ান লুয়াই, যা কে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। গত সোমবার রাতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মিয়ানমারের ২৪ জন আইনপ্রণেতা রাজ্যের বিভিন্ন জেলায় আশ্...

প্রকৃত স্বাধীনতা অর্জনের পথে অন্তরায় (পিডিএফ ফাইল)

ছবি
https://1drv.ms/b/s!Ao9JTS6_hGHmiyesuBsrHJY-3K8W?e=m7vvz9  

অভিভাবক ছাড়াই নারীদের হজে যাওয়ার অনুমতি

ছবি
এবার   কোনো ধরণের পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের হজে যাওয়ার অনুমতি দিল সৌদি আরব। ১৩ জুন ২০২১ রোববার  হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে  এই সংবাদ জানােনা হয়।  বিবৃতিতে বলা হয়, কোনো মাহরাম বা পুরুষ আত্মীয় সাহচর্যের বাধ্যবাধকতা ছাড়াই নারীরা হজের আবেদন করতে পারবেন। মহামারী করোনা সংক্রমণের কারণে চলতি বছরেও বিদেশি কেউ হজের অনুমতি পাচ্ছেন না। সৌদি আরবের নাগরিকদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, কেবল তাদের মধ্যে থেকে মাত্র ৬০ হাজার ব্যক্তি হজের অনুমতি পাচ্ছেন। হজের জন্য ১৫ থেকে ৬৫ বছর বয়সীরাই শুধু অনুমতি পাবেন। তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজের আওতায় এই বছর হজ পরিচালনা করা হচ্ছে। ব্যাপক সংক্রমণের কারণে গত বছর প্রথম বারের মেতা বিদেশী নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দেয় মক্কা-মদিনার অভিভাবকেত্মর দায়িত্ব পালনকারী সৌদি আরব। দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে মাত্র ১০ হাজার ব্যক্তিকে করোনা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে হজের সুযোগ দেয়া হয়।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে আবারও সিদ্ধান্ত দিলেনঃ ডা. দীপু মনি

ছবি
 এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি   । আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মিদের তিনি এ বিষয়ে কথা বলেন।  শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছি।   এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্কুল-কলেজ খুলে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।  তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেয়ার। যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। এজন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি।  টেলিভিশন, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. দীপু  বলেন, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে। তার সাথে সুস্থ থাকত...

সাকিব আল হাসানকে ভিলেন বানানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে তার স্ত্রী শিশির

ছবি
  সাকিবকে কোনোভাবেই  যেন  পিছু ছাড়ছে না বিপদ, আবাহনীর বিপক্ষে মাঠের ক্রিকেটে অশোভন আচরণ করায় মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। তিনি বলেন, আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ওই ওভারেই আবাহনীর অধিনায়ক সাকিবকে হাঁকান একটি চার ও একটি ছক্কা। পঞ্চম বলে সাকিব এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। এতে মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন। ৫.৫তম ওভারের সময় তুমুল বৃষ্টি নামলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি যখন মাঠকর্মীদের কাভার আনার ইশারা দিচ্ছেন, তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে তিনটি স্টাম্পই তুলে উইকেটের ওপর ছুড়ে মারেন। তিনি এ সময় আম্পায়ারকে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কিছু একটা বলছিলেন। বৃষ্টির সময়ে খেলোয়াড়েরা যখন ...

দক্ষিণ কোরিয়ায় একটি পাঁচ তলা ভবন ভাঙতে গিয়ে অন্তত নয়জন নিহত

ছবি
  বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে,   দক্ষিণ কোরিয়ায় একটি পাঁচ তলা ভবন ভাঙতে গিয়ে অন্তত নয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ খবর জানান। দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে। ৯ জুন  ২০২১  রোজ বুধবার রাজধানী সিউলের দক্ষিণ পশ্চিমের গুয়াংজু শহরে ভবনটি ভাঙার সময় এর সামনে এসে একটি বাস থামে। বাসটির ওপর ভবনটি ধসে পড়লে এর ভেতরে থাকা ১৭ যাত্রীর নয়জনই ঘটনাস্থলে প্রাণ হারান। বাকিরা মারাত্মকভাবে আহত হন।  এদিকে ভবনটি ধসে পড়ার আগেই এ কাজে নিয়োজিত সকল শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে

মেধাবী ছাত্রী উম্মে হাবীবাকে বাঁচাতে এগিয়ে আসুন

ছবি
  কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী উম্মে হাবীবা। চাকবৈঠা ইউনিয়নের বাসিন্দা মাহবুবুল আলমের মেয়ে। স্বপ্ন ছিল পড়ালেখা করে এক দিন বড় হয়ে ডাক্তার হবে। সমাজ ও দেশের মানুষের সেবা করবে। কিন্তু সেই স্বপ্ন মরণব্যাধী ক্যান্সার কেড়ে নিতে চলেছে বলাই চলে ।   রিকশাচালক দরিদ্র বাবার আর্থিক দৈন্যতা ও চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মেধাবী ছাত্রী উম্মে হাবীবা। শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। তার বাবা মাহবুবুল আলম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি এমন এক হতভাগ্য বাবা যে কি-না সারারাত মেয়ের আহাজারি শুনি। কিন্তু মেয়ের জন্য কিছুই করতে পারি না। আমি গরীব মানুষ। বয়সও হয়েছে। কোনো মতে রিকশা চালিয়ে সংসার চালাই। কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা দিতে না পারায় আমার মেয়ে উম্মে হাবিবা এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায়। আমার সহায়-সম্বল যা ছিল তা দিয়ে চিকিৎসা করালেও অর্থিক দৈন্যতার কারণে সঠিক সময়ে কেমো থেরাপিগুলো পর্যন্ত দিতে পারছি না। এভাবে চলতে থাকলে আমার মেয়েটি চোখের সামনেই মরে যাবে বলে কেঁদে উঠেন তিনি। উম্মে হাবীবার বাবা মাহব...

গভীর রাতে ক্লাস নিলেন ভিসি -ফেইসবুকে চলছে বেশ আলোচনা-সমালোচনাঃ

ছবি
  গভীর রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহর একটি ক্লাস করানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  চলছে বেশ আলোচনা-সমালোচনা।   ৯ জুন ২০২১ রোজ  বুধবার রাত ৩টার থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন তিনি। এ ক্লাসে অংশ নেয়া এক শিক্ষার্থী জানিয়েছেন, বুধবার দিবাগত রাত তিনটায় দিকে ক্লাসটি শুরু হয়। শেষ হয় রাত ৩টা ৫৫ মিনিটে। এই ক্লাসে অংশ নেয়া আরেক শিক্ষার্থী বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস ছিল এটি। ক্লাস নেবেন বলে স্যার আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। স্যারের নির্দেশ মতো আমরা ২৮ শিক্ষার্থী এই অনলাইন ক্লাসে অংশ নিই। প্রায় এক ঘণ্টা ক্লাস চলে। তবে গভীর রাতে ক্লাস হওয়ায় অনেকেই থাকতে পারেননি। তবে শেষ পর্যন্ত কতজন ছিলেন, তা জানি না।’ বেরোবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদে’র আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। তার আসলে মানসিক চিকিৎসা প্রয়...